পটুয়াখালীতে কোরবানির পশুর হাটে জালনোট চক্রের তৎপরতা ঠেকাতে মাঠে নেমেছে র‌্যাব-৮

পটুয়াখালীতে কোরবানির পশুর হাটে জালনোট চক্রের তৎপরতা ঠেকাতে মাঠে নেমেছে র‌্যাব-৮
আব্দুল আলীম খান পটুয়াখালী জেলা :  প্রতি বছরের ন্যায় পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে কুরবানীর পশুর হাটে জালনোট চক্রের তৎপরতা ঠেকাতে মাঠে কাজ করছে র‌্যাব।
 
পটুয়াখালী র‌্যাব-৮ সিপিসি-১ ক্যাম্পের সদস্যরা জাল নোট তৈরি ও বাজারজাত রোধে মাঠে তৎপর রয়েছে এবং তাদের ক্যাম্পের একাধি টিম ছায়া নজরদারির পাশাপাশি জেলার পশুর হাটগুলোতে জাল নোট সনাক্তকরণ মেশিনের মাধ্যমে ক্রেতা-বিক্রেতাকে সহায়তা প্রদান করেন।
 
 প্রতি বছরই দুই ঈদে জালনোট বাজারে ছড়িয়ে দেওয়ার জন্য সক্রিয় হয়ে ওঠে ব্যবসায়ীরা তাই এই চক্রকে ঠেকাতে জেলার পশুর হাটগুলোতে  র‌্যাবের পক্ষ থেকে জাল নোট  চিহ্নিতকরণের জন্য বুধ বসানো হয়েছে।
 
 র‌্যাব-৮ সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের সিনিয়র এ এসপি সোয়েব আহমেদ খান বলেন,জালনোট চক্র যাতে বাজারে কোনভাবেই জালনোট ছড়াতে না পারে সেজন্য কড়া নজরদারি রয়েছে প্রতিটি পশুর হাটে এবং পবিত্র ঈদুল আযাহার  পূর্ব রাত পর্যন্ত ক্রেতা-বিক্রেতাকে বিনা খরচে নোট যাচাই সংক্রান্ত সেবা প্রদান করবেন র‌্যাব-৮ তিনি আরো বলেন আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করুন।